HealthMen

গর্ভাবস্থায় মায়ের দেহে কিছু হরমোনের প্রভাব বেড়ে যায়, এর মধ্যে গ্রোথ হরমোন ও প্রল্যাক্টিন অন্যতম। আবার প্রসব পরবর্তী অবস্থায় ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেও নবজাতকের দেহে এই হরমোনের প্রভাব দেখা যেতে পারে। যার কারণে শিশুর স্তন্যবৃন্ত ফুলে উঠতে পারে বা সেখান থেকে সাদা তরল বের হতে পারে,যাকে Neonatal milk/Witch’s milk বা সোজা বাংলায়- ‘ডাইনির দুধ ‘ বলে। আবার শিশুর জন্মের ঠিক পরেই তার তাপমাত্রা রেগুলেশনের জন্য থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি থাকে। তার প্রভাবেও এই neanatal milk এর ঘটনা ঘটতে পারে। এটি খুবই সাধারণ একটি ঘটনা। ছেলে বা মেয়ে উভয় শিশুর ক্ষেত্রেই এরকম দেখা যেতে পারে। সাধারণত দেখা যায় এসকল ক্ষেত্রে দুই মাস পর নিজে নিজেই ঠিক হয়ে যায়। এই জন্য কোনো চিকিৎসা বা ওষুধ এর প্রয়োজন হয় না। অনেক সময় দেখা যায়, অজ্ঞতা বশত অনেকে চেপে এই সাদা তরল বের করতে যায়,যার ফলে সেস্থানে ইনফেকশন হয়ে গিয়ে বাচ্চার জীবন মরণাপন্ন হয়ে যায়। আগের দিনে কুসংস্কার থেকে অনুগ্রহ করে এসব বিশ্বাস করে নিজের সন্তানের জীবন ঝুঁকির মুখে ফেলবেন না। প্রয়োজনে চিকিৎসক এর পরামর্শ নিন। শিশু স্বাস্থ্যের যেকোন প্রয়োজনে আছে হেলথমেন আপনার পাশে এধরনের সমস্যায় ঘরে বসে ডাক্তার দেখান হেলথমেন এ। বিস্তারিত m.me/healthmen.services অথবা 01311040092

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
X