HealthMen

  • April 21, 2021
  • Comment: 0
  • Cure
যৌনরোগসমূহের মধ্যে অন্যতম মারাত্মক রোগটি হল সিফিলিস। এই রোগ সাধারনত সহবাসের মাধ্যমেই ছড়ায়। কিছুক্ষেত্রে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমেও এটি ছড়িয়ে পড়তে পারে।এটি মূলত একপ্রকার ব্যাকটেরিয়া সংক্রমণ৷ এই ব্যাকটেরিয়ায়র নাম ট্রেপোনেমা প্যালিডিয়্যাম৷
🚩 লক্ষণ
★সারাদেহে ব্রনের মতো গুটি দেখা দেয় এবং তা বড় হতে থাকে।
★পুরুষদের ক্ষেত্রে সাধারণত পেনিসে আলসার ধরা পড়ে, নারীদের যোনীতে। এছাড়া নারী ও পুরুষের পায়ুপথ বা মলদ্বারেও আলসার হতে পারে।
★এটিতে যৌনাঙ্গ বা মুখের আশে পাশে যন্ত্রণাহীন কালশিটে দাগ পড়তে দেখা যায়৷ এই দাগগুলি ২ থেকে ৬ সপ্তাহের মধ্যে আবার মিলিয়ে যায়৷
★ত্বকে ফুসকুড়ি, গলা ব্যথা৷ এগুলি কয়েক সপ্তাহের মধ্যেই সেড়ে যায়৷ এরপরে এটি সুপ্ত অবস্থায় চলে যায় এবং এটি প্রায় কয়েকবছর ধরে থাকে৷
★আক্রান্তের মধ্যে জ্বর, মাথা যন্ত্রণা এবং যৌনাঙ্গে অস্বাভাবিক বৃদ্ধি হয়ে থাকে।
★যে গর্ভবতী মায়েরা এই ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার তাদের ক্ষেত্রে গর্ভজাত শিশু অ্যাবনরমাল হতে পারে বা শিশু জন্মের পরই মারা যেতে পারে৷
লক্ষণ দেখা দিলে যেকোন জটিলতা এড়াতে দ্রুত একজন যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে । যেকোন পরিস্থিতিতে হেলথমেন আছে আপনার পাশে। অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন যেকোনো সময়, ইনবক্স করে m.me/healthmen.services অথবা ডায়েল করে 01311040092 নম্বরে।
⏩ করনীয়:
★চিকিৎসা চলাকালীন রোগীর যেকোন যৌন কার্যকলাপ বা ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা অত্যন্ত প্রয়োজনীয়।
★এই সংক্রমণটি সাধারণত অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়।, সেক্ষেত্রে সুস্ঠ পদ্ধতি অবলম্বন করতে হবে।
★সমকামী পুরুষদের মধ্যে সিফিলিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং সুষ্ট যৌনাচার পালন করা উচিত
★সিফিলিস নিশ্চিতভাবে নির্ণয় হলে আক্রান্তের যৌনসঙ্গীকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং একজন যৌন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব থাকতে হবে। ঘরে বসে ডাক্তারের তত্ত্বাবধানে থাকুন হেলথমেন এ।
স্বাস্থ্যগত যেকোন সমস্যাকে অবহেলা না করে একজন রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিন। ঘরে বসে এপয়েন্টমেন্ট নিন হেলথমেন এ। বিস্তারিত জানতে ইনবক্স করুন m.me/healthmen.services অথবা ডায়েল করুন 01311040092 নম্বরে।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
X