HealthMen

জন্মের পর থেকে কিছু শিশুর হৃৎপিণ্ডের গঠন বা কার্যপ্রণালীতে কিছু ত্রুটি থাকতে পারে। এ অবস্থায় হার্ট ​​থেকে রক্ত ​​প্রবাহ ব্যাহত হয়ে মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে। এধরনের সমস্যায় দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন হেলথমেন এ, বিস্তারিতঃ m.me/healthmen.services বা 01311040092। আসুন জেনে নেওয়া যাক জন্মগত হৃদরোগের লক্ষণসমূহ এবং জটিলতা গুলো নিয়ে…

জন্মগত হৃদরোগের লক্ষণসমূহ এবং জটিলতা:

★ জন্মের পর থেকেই ঘন ঘন ঠান্ডাকাশি ও শ্বাসকষ্ট

★ মায়ের বুকের দুধ টেনে খেতে অসুবিধা

★ বাচ্চা অল্পতেই হাঁপিয়ে যাওয়া , হাত ও পায়ের আঙ্গুল ও ঠোঁটে নীলাভ ভাব

★ ঘন ঘন ঠান্ডা-কাশি হয় বা নিউমোনিয়ার কারণে হাস্পাতালে নেওয়া।

★ ঘুম কম হয়, যার কারণে মেজাজ খিটখিটে থাকে

★ শিশুর স্বাভাবিক ওজন বাড়ে না

★ হৃদ্‌স্পন্দন খুব দ্রুত হওয়া

আসুন এখন জেনে নেই ঠিক কি কারনে জন্মগত হৃদরোগ হতে পারেঃ

★ জন্মগত হৃদরোগ হ’ল বাচ্চা গর্ভে থাকায় হার্টের গঠন ও বিকাশের প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে ঘটে।

★ কিছু রোগ যা পিতামাতাদের কাছ থেকে শিশুদের মধ্যে যেতে পারে। হার্টের রোগ পারিবারিক রোগ গুলোর মধ্যে অন্যতম।

এছাড়াও গর্ভবতী মহিলাদের কয়েকটি শর্ত রয়েছে যা শিশুদের মধ্যে জন্মগত হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে সেগুলি হলোঃ

★ অনিয়ন্ত্রিত টাইপ 1 বা 2 ডায়াবেটিস।

★ গর্ভাবস্থার প্রথম তিনমাসের মধ্যে রুবেলার মতো ভাইরাল সংক্রমণ রয়েছে।

★ গর্ভাবস্থাকালীন নির্দিষ্ট মেডিসিন গ্রহণ করা, যেমন- জন্মবিরোধী ওষুধ, অ্যান্টি-ব্রণ ওষুধ, এই ড্রাগগুলি ডাক্তারের নির্দেশ ছাড়াই।

★ ব্লাড প্রেসার নিয়ান্ত্রনে না রাখা।

মনে রাখবেন সুস্থ শিশুর জন্য প্রয়োজন সুস্থ মায়ের।

সেজন্য গর্ভাবস্তায়  ডাক্তারের পর্যবেক্ষণে থাকা অপরিহার্য। অনলাইনে ঘরে বসেই গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে মেসেজ করুন হেলথমেন এঃ m.me/healthmen.services বা কল করুন 01311040092 নাম্বারে।

আসুন জেনে নেই শিশুর জন্মগত হৃদরোগ এর প্রতিকারঃ

🌼শিশুর জন্মগত ত্রুটি যাতে না হয়, সে জন্য প্রত্যেক মা গর্ভবতী হওয়ার তিন মাস আগে এমএমআর টিকা নেবেন।

🌼এ ছাড়া মায়ের গর্ভকালীন উচ্চরক্তচাপ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি।

🌼 অন্তঃসত্ত্বা অবস্থায় যেকোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

🌼এ ছাড়া সঠিক সময়ে সঠিক সার্জারি শিশুকে সুস্থ করে তুলতে পারে সম্পূর্ণভাবে।

স্বাস্থ্যগত যেকোন সমস্যাকে অবহেলা না করে একজন রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন যেকোন সমস্যার শুরুতেই চিকিৎসা শুরু হলে অনেক মারন ব্যাধী থেকেও পরিত্রান পাওয়া যায়। লক ডাউনে ঘরে বসে এপয়েন্টমেন্ট নিন হেলথমেন এ। বিস্তারিত জানতে ইনবক্স করুন m.me/healthmen.services অথবা ডায়েল করুন 01311040092 নম্বরে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
X